ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি কেবল সমুদ্রকে অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রে নিয়ে আসার একটি গতানুগতিক ধারণা নয়; এটি মানবজাতির জন্য সমুদ্রের সম্পদ ও সেবাকে টেকসই, সমতাভিত্তিক এবং পরিবেশবান্ধব উপায়ে ব্যবহারের একটি সামগ্রিক কৌশলগত দর্শন। ব্লু ইকোনমি'র মূল কথা হলো, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে গিয়ে যেন সামুদ্রিক বাস্তুতন্ত্রের স্বাস্থ্য (Ocean Health) বিন্দুমাত্র বিঘ্নিত না হয়। এই দর্শনটি মৎস্য আহরণ থেকে শুরু করে শিপিং, উপকূলীয় পর্যটন, নবায়নযোগ্য সামুদ্রিক শক্তি এবং মেরিন বায়োটেকনোলজির মতো অ-প্রথাগত খাতগুলির সমন্বয়ে গঠিত। বাংলাদেশের মতো উপকূলীয় রাষ্ট্রের জন্য এটি একুশ শতকের সবচেয়ে বড় অর্থনৈতিক দিগন্ত উন্মোচন করতে পারে, যেখানে বিশাল জলসীমা বিজয়ের পর আমরা সমুদ্রভিত্তিক সম্পদের সর্বোচ্চ ব্যবহারের এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এই সুযোগকে কাজে লাগানোর জন্য আমাদের প্রয়োজন দ্রুত প্রথাগত চিন্তাধারা থেকে বেরিয়ে এসে, গভীর সমুদ্রের অফুরন্ত...