হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি ৬ অক্টোবর, ২০২৫, ১৭:০০:০০ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। লালমনিরহাট: ভারত থেকে নেমে আসা পানিতে লালমনিরহাট জেলার লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সোমবার ভোর রাতে তিস্তা নদীর পানি জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী পয়েন্টে বিপদ সীমার ৩৫ সে: মি: উপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়ে পানির গতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পানি উন্নয়ন বোর্ড। এতে জেলার ৫ উপজেলার তিস্তা তীরবর্তী এলাকা গুলোর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। সোমবার সকাল থেকে পানি কমতে শুরু করলেও এখনো পানি বন্দি হয়ে আছে লাখো মানুষ।সড়ে জমিন ঘুরে ও খোঁজখবর নিয়ে জানা গেছে, রোববার সকাল থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে। রোববার বিকাল ৩ টায় তিস্তা নদীর পানি তিস্তা ব্যারাজ দেয়ানী পয়েন্টে বিপদসীমার...