০৬ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পিএম গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন। সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২১৫ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৫০ হাজার ৬৮৯ জনে দাঁড়িয়েছে। ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সেপ্টেম্বরে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণ হয়েছিল। এমন পরিস্থিতি দেখে জনস্বাস্থ্যবিদ ও বিশেষজ্ঞরা তখন বলেছিলেন, অক্টোবর বা নভেম্বরে অবস্থা আরও নাজুক হয়ে উঠতে পারে। চলতি অক্টোবরের শুরুতেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছিল। গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত একদিনে...