
“গ্রিন অ্যান্ড ক্লিন ভালুকা গড়ার প্রত্যয়ে” এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।রবিবার (৫ অক্টোবর) বিকেলে ভালুকা উপজেলা পরিষদ মিলনায়তনে “ভালুকার সামগ্রিক উন্নয়নে করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ পরিবেশবান্ধব কর্মসূচির উদ্বোধন করেন।উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রহণ করা এই মহৎ কর্মসূচি বাস্তবায়িত হলে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ভালুকা উপজেলার পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিভাগীয় কমিশনার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুহিদুল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আবদুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।আলোচনা সভায় বক্তারা বলেন, দ্রুত শিল্পায়নের ফলে ভালুকা শিল্পনগরীতে পরিবেশগত চাপ বৃদ্ধি পাচ্ছে। এমন বাস্তবতায় বৃক্ষরোপণ কর্মসূচি শুধু...