হিমাগার গেটে আলুর কেজিপ্রতি সর্বনিম্ন বিক্রয় মূল্য ২২ টাকা নির্ধারণ করে দিয়েছিল সরকার। গত ২৭ আগস্টের ওই ঘোষণার সঙ্গে পণ্যটির উৎপাদন খরচ অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় চাষিদের লোকসানের হাত থেকে বাঁচাতে ৫০ হাজার টন আলু কেনার উদ্যোগের কথা জানিয়েছিল কৃষি মন্ত্রণালয়। তবে সরকার আলু কেনা শুরু না করায় বাজারে এ উদ্যোগের কোনো প্রভাব পড়েনি। বরং বাজারে এখন পাইকারি পর্যায়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১১ থেকে ১২ টাকা দরে। যা খুচরায় কেনা যাচ্ছে ২০ টাকায়। অথচ এক মাস আগেও আলুর কেজি ছিল ২৫ টাকা। এভাবে আলুর দাম কমায় বড় ধরনের লোকসানে পড়েছেন চাষিরা। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, গতকাল (রোববার) খুচরা বাজারে আলু বিক্রি হয়েছে ১৮ থেকে ২৫ টাকা কেজি দরে। গত বছরের একই সময়ে প্রতি কেজি আলুর...