ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে শমসের মোল্লা (৬০) নামের এক বৃদ্ধকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।আরো পড়ুন:অনির্দিষ্টকালের জন্য রাজধানীর কয়েকটি জায়গায় সভা-সমাবেশ নিষিদ্ধনাটোরে নিহত ৩ জনের পরিচয় মিলেছে অনির্দিষ্টকালের জন্য রাজধানীর কয়েকটি জায়গায় সভা-সমাবেশ নিষিদ্ধ দণ্ডপ্রাপ্ত শমসের মোল্লা রাজবাড়ী জেলার বসন্তপুর উপজেলার হাট জয়পুর গ্রামের করিম মোল্লার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু বাড়ির পাশে রাস্তার ওপর খেলা করছিল। শমসের মোল্লা শিশুটিকে ডেকে পাশের...