স্থানীয় দোকানদার আমিনুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ঝুড়ি আছে, কিন্তু লোকজন সেখানে না ফেলে রাস্তায় ফেলে যায়। বিশেষ করে ভবনের ভাড়াটিয়ারা আর কিছু দোকানদার রাতের বেলায় ময়লা ফেলে চলে যান। একজন পথচারী ইকবাল হাসান বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলগামী ছেলেমেয়েরা যায়। দুর্গন্ধে নাক চেপে যেতে হয়। পৌরসভা বা স্থানীয় বাসিন্দা কেউই যেন দায়িত্ব নিচ্ছে না। এ বিষয়ে মাগুরা পৌরসভার পরিচ্ছন্নতা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ইতি জানান, আমরা প্রতিদিন সকালে ময়লা অপসারণ করি। কিন্তু নাগরিকরা যদি নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলেন, শহর পরিষ্কার রাখা অসম্ভব হয়ে পড়ে। পরিচ্ছন্নতা শুধু পৌরসভার নয়, এটা সবার দায়িত্ব। মো. আহসান বারী, নির্বাহী প্রকৌশলী মাগুরা পৌরসভা জানান, পৌরসভার নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা রয়েছে। কিন্তু কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রাস্তার উপর ফেলে রাখেন। এটি অত্যন্ত দুঃখজনক...