নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কুরআন শরীফের অবমাননার ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু আইনি পদক্ষেপ গ্রহণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা ধর্ম অবমাননার বিচার বহাল রাখতে সরকারের নিকট নতুন আইন বাস্তবায়নেরও দাবি জানিয়েছে। সোমবার যোহরের নামাজের পর মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী বায়তুল হক বলেন, “ইসলাম আমাদের আবেগের জায়গা। এখানে কেউ আঘাত হানলে আমরা চুপ করে থাকব না। কুরআন শরীফ ও নবীর অবমাননা আমরা মেনে নেব না। সেই অপমানের যথোপযুক্ত জবাব দেবেন ধর্মপ্রাণ মুসলমানরা।” শাখা ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মো. জায়েদ বলেন, “কুরআন অবমাননা করা মানে আল্লাহকে অবমাননা...