০৬ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পিএম লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ৫ শতাধিক সাধারণ শিক্ষার্থী ছাত্রদলে যোগদান করেছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হল রুমে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন তারা। ছাত্রদলে যোগদান করায় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান, সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক সভাপতি রাজিব হোসেন প্রমুখ। এ সময় ছাত্রদলে যোগ দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী অনেকেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন দেশ সেবা ও জনগণের পাশে থেকে কাজ করতে গেলে মূল ধারার রাজনীতির কোন...