তিস্তার প্রবল পানি প্রবাহ ধীরে ধীরে কমতে শুরু করেছে, কিন্তু লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল, চরাঞ্চল ও কিছু কিছু সড়কপথ এখনো প্লাবিত রয়েছে। জনদুর্ভোগে সময় পার করছেন তিস্তা পারের মানুষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা ভারী বর্ষণে রোববার রাতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় এবং তিস্তা ব্যারেজের ফ্লাট বাইবাস সড়কটি নিমজ্জিত হয়ে পানি প্রবাহ ভয়াবহ আকার ধারণ করে। ওই রাতেই পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মাইকিং করে রেড অ্যালার্ট জারি করে তিস্তা তীরবর্তী অঞ্চলের লোকজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হয়। জানমালের যেন ক্ষয়ক্ষতি না হয়, সেই লক্ষ্যে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা নদী তীরবর্তী এলাকায় সার্বক্ষণিক তদারকি করেন। সোমবার দুপুরে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড...