সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক ভেহিকল বা ইভি নিয়ে আগ্রহ বাড়তে থাকায় বিশেষ এক ইভেন্টের ইঙ্গিত দিয়েছে মার্কিন ইভি নির্মাতা টেসলা। রোববার এক ঘোষণায় ৭ অক্টোবর এক ইভেন্টের আভাস দিয়েছে কোম্পানিটি। বিনিয়োগকারী ও বিশ্লেষকরা আশা করছেন, এ বিশেষ ইভেন্টে টেসলা এমন এক সাশ্রয়ী ইভি মডেলের ঘোষণা দেবে, যা কোম্পানিটির বিক্রির গতি ধরে রাখতে সাহায্য করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করা নয় সেকেন্ডের এক ভিডিওতে, অন্ধকারে হেডলাইট জ্বলছে এমন এক গাড়ির ঝলক দেখিয়েছে ইলন মাস্কের নেতৃত্বাধীন কোম্পানি টেসলা। আরেকটি আলাদা ভিডিওতে কোম্পানিটি ‘১০/৭’ তারিখ দেখিয়ে মঙ্গলবার এক ইভেন্টেরও ইঙ্গিত দিয়েছে কোম্পানিটি। এর আগে, যুক্তরাষ্ট্রে মডেল ওয়াই-এর কম দামের এক সংস্করণ বাজারে আনার পরিকল্পনা পিছিয়ে দিয়েছিল টেসলা। কোম্পানিটি গত জুনে বলেছিল, মডেল ওয়াই গাড়িটির ‘প্রথম ব্যাচ’ বাজারে আসার জন্য প্রস্তুত। তবে এর বিক্রি...