নিজস্ব প্রতিবেদক : বহু নাটকীয়তার পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন ঘিরে ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বড় কৌতূহল—ফলাফল কবে ও কখন ঘোষণা হবে? এবারের নির্বাচনে মোট ১৯১ জন কাউন্সিলর ভোটার হিসেবে তালিকাভুক্ত থাকলেও, ৪৮টি ক্লাব আগেই ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। ক্লাব ক্যাটাগরিতে ১৬ জন প্রার্থীর মধ্য থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন।সরাসরি ভোট হচ্ছে ৯৮টি কাউন্সিলরের মাধ্যমে, যার মধ্যে ইতোমধ্যেই ৫৮ জন ই-ব্যালটে ভোট দিয়েছেন। নতুন অভিজ্ঞতার কথা জানিয়ে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন:“আগে কখনো নির্বাচন করিনি। সবই নতুন লাগছে। বিভিন্ন জেলা থেকে লোক এসেছে, ক্লাবের প্রতিনিধি আর...