হোয়াটসঅ্যাপে কেউ ম্যাসেজ পাঠিয়ে তা ডিলিট করলে অনেকেরই কৌতূহল জাগে, সেটা কি ছিল জানতে। কিছু সহজ উপায়ে ডিলিট হওয়া মেসেজ দেখা সম্ভব। মূলত দুইটি পদ্ধতি আছে— অ্যানড্রয়েড ১১ বা তার পরবর্তী ভার্সনের ফোনে নোটিফিকেশন হিস্ট্রি (Notification History) নামে একটি বিল্ট-ইন ফিচার আছে। এটি চালু করলে ডিলিট হওয়া টেক্সট ম্যাসেজ দেখা যায়। ফিচারটি চালু হলে আপনি গত ২৪ ঘণ্টার সমস্ত নোটিফিকেশন দেখতে পারবেন। কেউ ম্যাসেজ ডিলিট করলেও, যদি নোটিফিকেশন আপনার ফোনে এসেছে, তবে তা এখানে দেখা যাবে। ডিলিট হওয়া ছবি, ভিডিও বা অডিও নোটিফিকেশন হিস্টরিতে দেখা যায় না। গুগল প্লে স্টোরে কিছু অ্যাপ আছে যা দাবি করে, ডিলিট হওয়া হোয়াটসঅ্যাপ ম্যাসেজ দেখাতে পারে। সাধারণত এগুলো ‘WhatsApp Deleted Messages’ নামে পাওয়া যায়। ম্যাসেজ আসার সঙ্গে সঙ্গেই এটি সেই নোটিফিকেশন সংরক্ষণ করে, যাতে...