ঢাকা: আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ঠেকাতে সামাজিক কমিটি গঠন করে তার মাধ্যমে পরিস্থিতি নজরদারির পরামর্শ দিয়েছেন ‘কালের কণ্ঠ’ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। তিনি বলেন, যে কমিটিতে রাজনৈতিক দলের কেউ থাকবে না। সোমবার (৬ অক্টোবর) নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন। হাসান হাফিজ বলেন, প্রথমেই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আপনেরা মেরুদণ্ড সম্পূর্ণ ব্যক্তিত্ব হিসেবে জাতির কাছে পৌঁছাবেন। পুলসিরাতের মধ্যে আপনারা আছেন। আমরা চাইবো আপনারা সেই রকম দৃঢ়তার পরিচয় দেবেন। দেশপ্রেমের পরিচয় দেবেন, অঙ্গীকারের পরিচয় দেবেন। আমরা জানি যে, পাশের দেশ ভারতে একজন জাদরেল সিইসি ছিলেন। তার জন্য কিন্তু কাঁপতো ভারত। আমাদের দেশের যে ইতিহাস সেটা খুবই মর্মান্তিক। আর অতীতে নির্বাচনগুলো যারা পরিচালনা করেছেন তারা এখন কাটগড়ায় দাঁড়াচ্ছেন।...