বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরব। এখন থেকে দেশটিতে ট্যুরিস্ট ভিসাসহ যেকোনো ধরনের ভিসা নিয়ে ওমরাহ পালন করা যাবে। রবিবার (৫ অক্টোবর) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, মুসলমানদের জন্য ওমরাহ পালনের সুযোগ আরও সহজ ও নির্বিঘ্ন করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি বিশ্বের মুসলমানদের জন্য ওমরাহ ও মক্কা-মদিনা সফরকে সহজলভ্য করার সৌদি সরকারের দীর্ঘমেয়াদি উদ্যোগের একটি অংশ। মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে হজ ও ওমরাহ খাতের সেবা আরও বিস্তৃত হবে এবং আরও বেশি মানুষ এর আওতায় আসবে। পাশাপাশি ভিশন-২০৩০ লক্ষ্য অর্জনে এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন নীতিমালা অনুযায়ী সৌদি আরবে অবস্থানরত সব ধরনের ভিসাধারী-ব্যক্তিগত ভিজিট, পারিবারিক ভিজিট, ই-ট্যুরিস্ট, ট্রানজিট, কর্মসংস্থানসহ-ওমরাহ পালন করতে পারবে। সম্প্রতি মন্ত্রণালয় চালু...