উজানের ঢল ও ভারী বর্ষণে তিস্তা নদীর পানি হঠাৎ আশঙ্কাজনকভাবে বেড়ে বিপৎসীমা অতিক্রম করায় লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও নীলফামারী পাঁচ জেলার অন্তত এক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। রবিবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে তিস্তা ব্যারেজ এলাকায় নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ব্যারেজ এলাকায় রেড অ্যালার্ট জারি করে এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সহায়তায় দেড় শতাধিক চরাঞ্চলের মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়। রাতে ফ্লাড বাইপাস সড়কের ওপর দিয়েও পানি প্রবাহিত হতে থাকে। সোমবার ভোর থেকে পানি কিছুটা কমলেও দুপুর পর্যন্ত কাউনিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, “রাতে বিপৎসীমার অনেক...