নেপাল ও প্রতিবেশী ভারতে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় গতকাল রোববার পর্যন্ত ৬০ জনেরও বেশি মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দুর্গম পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন ও উদ্ধারকাজে ব্যস্ত রয়েছেন উদ্ধারকর্মীরা। এএফপির খবরে এমনটি জানানো হয়েছে। শুক্রবার থেকে নেপালে টানা প্রবল বর্ষণ শুরু হয়েছে, এতে নদীগুলোর পানি বেড়ে উপচে পড়ছে এবং হিমালয়ঘেঁষা দেশটির বহু এলাকা পানিতে তলিয়ে গেছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র শান্তি মহাত বলেন, ‘প্রবল বর্ষণ থেকে সৃষ্ট দুর্যোগে এ পর্যন্ত অন্তত ৪৪ জনের প্রাণ গেছে। পাঁচজন নিখোঁজ রয়েছেন।’ সবচেয়ে ক্ষতিগ্রস্ত পূর্বাঞ্চলীয় ইলম জেলায় অন্তত ৩৭ জন ভূমিধসে নিহত হয়েছেন। স্থানীয় জেলা কর্মকর্তা সুনীতা নেপাল জানান, ‘রাতভর টানা ভারি বৃষ্টির কারণে ভূমিধস হয়েছে।’ তিনি আরও বলেন, ‘উদ্ধারকর্মীরা এরইমধ্যে...