জনতা ব্যাংকের দাশুড়িয়া শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান বলেন, বেলা ১১টা ১৫ মিনিটে পাকশী শাখার ম্যানেজার খালেদ সাইফুল্লাহ আমাদের শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংকের নিয়ম অনুযায়ীই টাকা হস্তান্তর করা হয়েছে।ম্যানেজার খালেদ সাইফুল্লাহর সঙ্গে থাকা আনসার সদস্য মাহবুব জানান, ব্যাংক থেকে টাকা তুলে ঈশ্বরদী ব্রাক ব্যাংকের সামনে এসে তিনি আমাকে প্রাইভেট কার থেকে নামিয়ে দেন। আমি তার কথামতো গাড়ি থেকে নেমে পড়ি। তিনি এরপর গাড়ি নিয়ে চলে যান।ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, ব্যাংকের টাকা উত্তোলনের বিষয়টি আমরা ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি। রোববার রাতে ঈশ্বরদী শাখার ম্যানেজার মোহছানাতুল হক শাহীন বাদী হয়ে ঈশ্বরদী থানায় খালেদ সাইফুল্লাহর বিরুদ্ধে একটি এজাহার জমা দিয়েছেন। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তবে এ বিষয়ে দুদকে একটি মামলা অন্তর্ভুক্ত...