আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে যেই সরকার গঠন হোক, ভারত তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং প্রয়োজন অনুসারে সমর্থনও দেবে। সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে নিযুক্ত কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে এক আলোচনায় এ মন্তব্য করেন। তিনি বলেন, “বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যে সরকারই নির্বাচিত হোক, তার সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত।” বিক্রম মিশ্রি আরও জানান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারত চাইছে নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হোক। যে সরকার গঠন হবে, তার সঙ্গে সহযোগিতা করা হবে। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার...