বলিউড শহেনশাহ অমিতাভ বচ্চন শুধু রূপালি পর্দাই নয়, ব্যক্তিগত ব্লগ ‘মন কি বাত’র মাধ্যমেও নিয়মিত ভক্ত ও অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। বিভিন্ন অভিজ্ঞতা, চিন্তাভাবনা ও সমাজের প্রতিচ্ছবি তিনি তুলে ধরেন ওই ব্লগে। এবার তার লেখনিতে উঠে এসেছে ঘরের কাজ সামলানো নারীদের অক্লান্ত পরিশ্রমের কথা। সম্প্রতি তার প্রকাশিত ব্লগে বিগ বি জানান, তার টেলিভিশন ক্যারিয়ারে তিনি প্রায়শই একটি বিষয় লক্ষ্য করেছেন। জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতির’ (কেবিসি) যখন দর্শকদের মধ্যে বসা এক নারীকে তিনি জিজ্ঞাসা করেছিলেন ‘আপনি কি করেন? তখন অধিকাংশ ক্ষেত্রেই উত্তর আসে খুব নিচু স্বরে, ‘আমি একজন গৃহিণী। ’ ওই উত্তরেই আপত্তি জানিয়েছেন বলিউডের শাহেনশা। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন,‘আপনি কেন নিচু স্বরে বলছেন? না, আপনার কখনোই নিচু স্বরে বলা উচিত নয়। গর্বের সঙ্গে বলুন যে, আপনি একজন...