তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আজ সোমবার (৬ অক্টোবর) তিনি দেশে ফিরেছেন। আইএসপিআর জানায়, সফরকালে বিমান বাহিনী প্রধান তুর্কি বিমান বাহিনীর কমান্ডার, তুরস্ক প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন। এতে আরও বলা হয়, বিমান বাহিনী প্রধান তুর্কি মহাকাশ শিল্পসহ অন্যান্য সরকারি...