বস্তিবাসীর পুনর্বাসন না করে, মানুষ যেন বস্তির বাসিন্দা না হয় সেভাবে পরিকল্পনা নেওয়ার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব বসতি দিবস উপলক্ষে সোমবার (৬ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় রিজওয়ানা এ তাগিদ দেন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সভা হয়। পরিবেশ উপদেষ্টা বলেন, বস্তি কিন্তু কোনো বসতি না। নিতান্ত বাধ্য না হলে কেউ বস্তিতে থাকতে চান না। বস্তিবাসীর পুনর্বাসন না করে, মানুষ যেন বস্তির শরণাপন্ন না হয় সেভাবে পরিকল্পনা হতে হবে। বস্তিতে যেন থাকতে না হয় সে জন্য নদীভাঙনকবলিত লোকজনের জন্য সংশ্লিষ্ট জায়গাতেই বসতি নির্মাণ সম্ভব। মধ্য ও নিম্নবিত্তের আবাসনের জন্য বেসরকারি খাতকে এগিয়ে আসায় আহ্বান জানিয়ে রিজওয়ানা বলেন, ‘বিকেন্দ্রীকরণ, অংশীদারত্ব, সবুজায়ন ও দুর্যোগ সহনশীলতার মাধ্যমে আমরা নিরাপদ বসতি গড়তে...