জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন। ইতোমধ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। ভোট গণনা চলছে। এদিন বিজয়ের আনন্দ নিয়ে ভোট দিতে এসেছিলেন আসিফ আকবরসহ বেশ কয়েজন প্রার্থী। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন। এদিন নির্ধারিত সময় সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে বিসিবির কাউন্সিলর হয়েছেন আসিফ আকবর। ক্যাটাগরি-১ থেকে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। তবে চট্টগ্রাম বিভাগ থেকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তাই বিজয়ের আনন্দ নিয়েই ভোট দিতে এসেছিলেন তিনি। এ ছাড়াও ক্যাটাগরি-১ থেকে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে...