০৬ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ পিএম ওয়েস্ট ইন্ডিজের প্রথম বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য বার্নার্ড জুলিয়েন মারা গেছেন। ৭৫ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন সাবেক এই অলরাউন্ডার। শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলিয়ান। ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ক্যারিবিয়ানদের হয়ে ২৪ টেস্ট ও ১২ ওয়ানডে খেলেছেন তিনি। ১৯৭৫ সালে অনুষ্ঠিত ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপ আসরে ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জুলিয়েন। ব্যাট ও বল হাতে দলের শিরোপা জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ে পেস বোলিংয়ে স্রেফ ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন জুলিয়েন। পরে সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও নেন ৪ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭ রানে জেতা ফাইনালে উইকেট পাননি জুলিয়েন। তবে দলের ২৯১ রানের পুঁজি গড়ার পথে ব্যাট হাতে...