যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই কন্যাসন্তানকে শ্বাসরোধে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ (ফাঁসির রায়) দিয়েছেন আদালত। সোমবার (৬ অক্টোবর) দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাকির হোসেন টিপু এই রায় দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম জহিরুল ইসলাম বিশ্বাস ওরফে বাবু (৩৬)। তিনি যশোর সদর উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত বাবু আদালতে উপস্থিত ছিলেন। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ জুলাই দুপুরে বাবু তার স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথি (৩২) এবং দুই মেয়ে সুমাইয়া (৯) ও সাফিয়াকে (২) অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রাম (শ্বশুরবাড়ি) থেকে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। দাম্পত্য জীবনে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। নিজ বাড়িতে ফেরার...