চিকিৎসা বিজ্ঞান ও শরীরতত্ত্বে (শারীরবিদ্যা বা চিকিৎসাবিদ্যা) ২০২৫ সালের নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে আজ সোমবার। এ বছর নোবেল জয়ী হয়েছে তিনজন বিজ্ঞানী। তারা হলেন, মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি। তাদের গবেষণা ফোকাস করেছে “পেরিফেরাল ইমিউন সিস্টেম” অর্থাৎ দেহের সীমান্তবর্তী (পেরিফেরাল) ইমিউন কোষ ও সিগন্যালিং প্রক্রিয়া এবং এই অগ্রগামী কাজই তাদের নোবেল অর্জনে প্রণোদনা যুগিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট কর্তৃক এবারের চিকিৎসা বিজ্ঞানের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ ঘোষণা অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো বিশ্বজুড়ে বিজ্ঞানের দৃষ্টি ফের একবার নজর দেয়। নোবেল কমিটি জানিয়েছে যে, পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানীরা পাবেন একটি স্বর্ণপদক (মেডেল), একটি সনদপত্র এবং ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা অর্থমূল্য। যদি একাধিক ব্যক্তি এক বিভাগে পুরস্কার পান, তাহলে...