ভোক্তাদের চাহিদা ও পছন্দের কথা বিবেচনা করে বাজারে চারটি ভিন্ন স্বাদের রামেন নুডলস এনেছে মিস্টার নুডলস। সোমবার সকালে ঢাকার বাড্ডায় মিস্টার নুডলসের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন এ পণ্যের মোড়ক উন্মোচন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। সোমবার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রামেন ক্যাটাগরির নুডলস এশিয়ার ভোজন রসিকদের কাছে বেশ জনপ্রিয়। মিস্টার নুডলসের কারখানায় আন্তর্জাতিক মান বজায় রেখে রামেন নুডলস তৈরি হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। চারটি ভিন্ন স্বাদে এ নুডলস বাজারে মিলছে। এগুলো হলো- রামেন চিজ, কার্বোনারা, হট চিকেন ও হট চিকেন টুএক্স স্পাইসি। প্রতিটি ৮৫ গ্রামের নুডলসের খুচরা মূল্য ৫০ টাকা। অনুষ্ঠানে ইলিয়াছ মৃধা বলেন, “মিস্টার নুডলস সব সময় ভোক্তাদের চাহিদা অনুযায়ী নতুন পণ্য এবং বিশ্বের জনপ্রিয় সব রেসিপির নুডলস ভোক্তার হাতে পৌছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। "মানসম্মত...