আন্তর্জাতিক চাপের মুখে ইসরাইলি সামরিক বাহিনীর বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন গ্লোবাল সুমুথ ফ্লোটিলার ১৭০ কর্মী। ত্রাণবাহী এই বহরের আটক চার শতাধিক কর্মীদের মধ্য থেকে ইসরাইল গত শনিবার তাদের মুক্তি দেয়। মুক্তি পাওয়ার পর কর্মীরা স্পেন ও তিউনিসিয়ায় পৌঁছান এবং ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সেখানে আটক থাকা অবস্থায় তাঁদের ওপর চালানো ভয়াবহ নির্যাতন ও লাঞ্ছনার অভিজ্ঞতা বর্ণনা করেন। মুক্তি পাওয়া কর্মীদের অভিজ্ঞতামুক্তি পাওয়া মানবাধিকার কর্মীরা জানান, আটক থাকাকালীন ইসরাইলি সেনারা তাদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালায়। তারা অভিযোগ করেন, ইসরাইলি সেনারা তাদের মাথায় অস্ত্র দেখিয়ে ভয় দেখাতো এবং আক্রমণ করার জন্য সবসময় কুকুর প্রস্তুত রাখতো। কর্মীদের মেঝেতে টেনে নিয়ে যাওয়া হতো, এবং তাদের আইনজীবীদের সাথে কথা বলতে বা পরিবারকে ফোন করতে দেওয়া হয়নি। সবার সাথে অত্যন্ত অপমানজনক...