ঢাকা: চিকিৎসাশাস্ত্রে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নোবেল পুরস্কার ২০২৫-এর যাত্রা। এ বছর চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী অবদানের স্বীকৃতি হিসেবে মেরি ই. ব্রুনকো, ফ্রেড র্যামসডেল এবং শিমন সাকাগুচি যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেছেন।হিন্দুস্তান টাইমস-এর তথ্য অনুযায়ী, সোমবার (৬ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি এই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। তিনজন বিজ্ঞানী এই সম্মাননা পেয়েছেন ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’—অর্থাৎ শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থার ভারসাম্য রক্ষার প্রক্রিয়া—সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য।নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, এই তিন গবেষকের আবিষ্কার ইমিউনোলজির একটি নতুন ক্ষেত্রের ভিত্তি স্থাপন করেছে, যা ক্যান্সার ও অটোইমিউন রোগের নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তিন নোবেলজয়ীর পরিচয়মেরি ই. ব্রুনকো যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজির গবেষক।ফ্রেড র্যামসডেল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক সোনোমা বায়োথেরাপিউটিক্স প্রতিষ্ঠানের বিজ্ঞানী।শিমন সাকাগুচি জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি...