
মাদারীপুরের কালকিনি উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে বলে জানান কালকিনি থানার ওসি সোহেল রানা। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক সবার নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর-৩ আসনে বিএনপি থেকে অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম রেজা এবং আনিসুর রহমান তালুকদার মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় প্রচার চালাচ্ছেন। দুপুরে রেজাউল করিম তার কিছু কর্মী ও সমর্থকদের নিয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে দেখা করতে যান। এ সময় উপজেলা পরিষদ চত্বরে আনিসুর রহমানের সমর্থক কালকিনি পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক এইচ এম তুহিন সঙ্গে রেজাউল করিমের সমর্থকদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।...