রণবীর এখন আলিয়া ভাটের স্বামী, সুখী সংসার তাদের। অন্যদিকে দীপিকা পাড়ুকোনও রণবীর সিংয়ের সঙ্গে মাতৃত্ব উপভোগ করছেন। কিন্তু পুরনো প্রেমের ছায়া মাঝে মাঝে কি এখনো ভেসে ওঠে? এই একটি ছোট্ট ভিডিও যেন সেই প্রশ্নই ছুড়ে দিয়েছে কোটি দর্শকের মনে।বলিউডে সম্পর্ক আসে, যায়, নতুন অধ্যায় শুরু হয়— কিন্তু কোনো কোনো দৃশ্য মনে হয় সিনেমার স্ক্রিপ্ট ছাড়িয়ে বাস্তবেই হয়ে ওঠে আবেগের ক্লাসিক দৃশ্য। এই ভিডিও-ও তেমনই— যেখানে পুরনো প্রেম হঠাৎ ফিরে আসে, একটুখানি চুপচাপ হাসির ভেতর। বলিউডে সম্পর্ক আসে,...