“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে আসনভিত্তিক নির্বাচনী দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ৩টায় দেবীগঞ্জ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মো. আব্দুর রশিদ এবং পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামীর দাড়িপাল্লার মনোনীত প্রার্থী শফিউল্লাহ সুফি। কর্মশালায় সভাপতিত্ব করেন পঞ্চগড়-২ আসনের নির্বাচন পরিচালক মাওলানা আব্দুল বাসেত। বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি ও অন্যায়ের স্থান থাকবে না। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম; এই আদর্শে বিশ্বাসী প্রত্যেক দায়িত্বশীলকে জনগণের কল্যাণে কাজ করতে হবে।” তিনি আরও...