বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর সামাজিক ও পেশাগত চাপের মুখে পড়েছিলেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। কাজ হারানোর পাশাপাশি সহকর্মীদেরও এড়িয়ে চলার অভিযোগ করেছেন তিনি। এবার সামাজিক মাধ্যমে নতুন বার্তা দিলেন জয়। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বিএনপির আমলে বিএনপির শিল্পী, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের শিল্পী। গত ২৫ বছর ধরে এই দেখছি। দয়া করে শিল্পীদের এবার সর্বজনীন করে দিন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ভুলভ্রান্তি হয়েছিল সেই ভুলভ্রান্তি ক্ষমা করে দিন।’ জয় আরও উল্লেখ করেন, ‘শিল্পীরা কোমল হৃদয়ের অধিকারী। তাদেরকে এত শক্তভাবে দেখার কিছু নেই। একটু মায়া, একটু মমতায় তাদের মন গলে যায়। নতুনভাবে শিল্পীদের মনে উদ্দীপনা তৈরি করুন যেন তারা আর ভুল না করে। সর্বক্ষেত্রেই সংস্কার চলছে, তবে শিল্পীদের ক্ষেত্রে আপত্তি কেন?’ তিনি আশা প্রকাশ করেন, ‘দেশের প্রয়োজনে শিল্পীদের পাশে...