ছোটপর্দা থেকে ‘পারিবারিক মেলবন্ধনের গল্প উধাও’– এমন অভিযোগ প্রায়ই শোনা যায়! এটাও বলা হয়ে থাকে, নাটক ও সিরিজের গল্পে পরিবার উপেক্ষিত থাকে! এসব ধারণাকে ভুল প্রমাণ করতে পারিবারিক আবেগকে কেন্দ্র করে নতুন সিরিজ আনছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর নাম রাখা হয়েছে ‘এটা আমাদেরই গল্প’। শিগগিরই এটি প্রচারে আসছে চ্যানেল আইয়ের পর্দায়। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উত্তরায় সিরিজটির শুটিং সেটে নির্মাতা ও শিল্পীরা জানান, প্রচারে আসার পর তাদের লক্ষ্য ‘গ্লোবাল অডিয়েন্স’কে সংযুক্ত করা। নির্মাতা রাজ বলেন, ‘একটি পরিবারে যা যা থাকে ও যা যা ঘটে সেসবই তুলে ধরার চেষ্টা করছি এতে। একটি পরিবারে যত সম্পর্ক থাকে, আমাদের সিরিজে সবকিছুই আছে। আমার বিশ্বাস, এসবের সঙ্গে প্রত্যেক দর্শক নিজেকে সম্পৃক্ত করতে পারবেন। সেই সঙ্গে থাকছে রোম্যান্স, সাসপেন্স।’ নির্মাতা রাজের বানানো...