জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, “আমরা (এনসিপি) আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করব। অন্য কোনো অপশন নেই।” সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় এনসিপির জেলা কমিটি আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।আরো পড়ুন:শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া প্রত্যাশিত আচরণ পাবে না ভারত: সারজিসইসির রুচিবোধ নিয়ে সারজিসের প্রশ্ন শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া প্রত্যাশিত আচরণ পাবে না ভারত: সারজিস নাটোর জেলা এনসিপির প্রধান সমন্বয়ক এস এম জার্জিস কাদিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সংগঠক ফয়সাল আহমেদ, নাটোর জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল মান্নাফসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলার নেতাকর্মীরা। সারজিস আলম বলেছেন, “আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব, তারা যেন তাদের স্ট্যান্ডার্ডের প্রমাণ দেয়। যে রাজনৈতিক...