জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সালাউদ্দিন নামের একটি একাউন্টে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে মহান আল্লাহ, ইসলাম ধর্ম ও পবিত্র কুরআন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। এমনকি ওই যুবক নিজে ইসলাম ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহন করতে চান বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা ওই যুবকের ফেসবুক পোস্টের বিষয়ে জানতে চাই। কিন্তু সেই সময়ে সোহাগ হোসেন নিজের ইচ্ছায় এ পোস্ট করেছেন বলে উল্লেখ করে উপস্থিত লোকজনকে তাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। পরে বিক্ষুব্ধ জনতা তাকে গনপিটুনি দিয়ে জুতার মালা পড়িয়ে দেয়। এরপর সেখানে হাজির হন দেবহাটা থানা পুলিশের কয়েকজন সদস্য। এবিষয়ে দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, কিছুদিন আগে ওই যুবক চুরি করার অপরাধে আটক হয়েছিল।...