বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। রাজধানীর একটি হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট দিয়েছেন তিন ক্যাটাগরির কাউন্সিলররা। এর মধ্যে তামিম ইকবালকে স্বশরীরে দেখা যায়নি। তিনি কিছুদিন আগে মনোনয়ন নিয়ে নাটকীয় ভাবে প্রত্যাহারের ঘটনার পর দেশের বাইরে চলে গিয়েছেন। সেখান থেকে কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছেন বিসিবি নির্বাচনে ভোট দেননি তিনি। পোস্টে তামিম জানান,'অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়। আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।' তামিমসহ ১৩ জন প্রার্থী গত মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় ক্লাব ক্যাটাগরিতে মোট পরিচালক প্রার্থীর সংখ্যা দাড়িয়েছিল ১৬। এর...