
দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সম্পৃক্ততা আরও বাড়ানো অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৬ অক্টোবর) সকালে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তবর্তী সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন (এফআইডিএইচ)-এর প্রেসিডেন্ট অ্যালিস মোগওয়ে। এ সময় একথা বলেন প্রধান উপদেষ্টা। দুই নেতা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও বৈশ্বিক মানবাধিকার ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অধ্যাপক ইউনূস মোগওয়ের সফরের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সম্পৃক্ততা আরও বাড়ানো অত্যন্ত জরুরি। প্রধান উপদেষ্টা বলেন, গতমাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আমি বহু আন্তর্জাতিক মানবাধিকার রক্ষাকর্মীর সঙ্গে সাক্ষাৎ করেছি। আমি তাদের সবাইকে আহ্বান জানিয়েছি, বাংলাদেশে আসুন—কারণ দেশ এখন একটি সংকটপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। অধ্যাপক ইউনূস বলেন, প্রত্যেকটি সফর উপেক্ষিত ইস্যুগুলোকে সামনে আনে এবং...