ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়ার অংশ বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারত সরকার এটি পর্যালোচনা করছে বলেও জানান তিনি। সোমবার দিল্লির সাউথ ব্লকে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে বিক্রম মিশ্রি এ কথা বলেন। বাংলাদেশে নির্বাচিত নতুন সরকারের সঙ্গে ভারত কাজ করবে জানিয়ে, দ্রুত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশার কথা জানান বিক্রম মিশ্রি। ভারত সরকারের আমন্ত্রণে সফরের দ্বিতীয় দিনে দিল্লিতে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকেরা। নানা বিষয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলে প্রশ্ন-উত্তর পর্ব। উঠে আসে বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও। দুই দেশের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ব্রিফ করেন ভারতের পররাষ্ট্র সচিব। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয়, বিচারপ্রক্রিয়া, জাতীয় নির্বাচন, সীমান্ত হত্যা-সহ সব বিষয়ে তুলে...