লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী ছাত্রদলে যোগ দিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন তারা।ছাত্রদলে যোগ দেওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবীর আহমেদ বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমরা দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলে যোগদান করেছি। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করে।হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী ভাই-বোনদের ছাত্রদলে স্বাগত। দেশে থেকে স্বৈরাচার মুক্ত করতে ছাত্রদল ও বৈষম্যবিরোধীর সাধারণ শিক্ষার্থীরা এক সঙ্গে আন্দোলন করেছি। আমরা ভবিষ্যতে ছাত্রদের অধিকার আদায়ে একসঙ্গে কাজ করব।নির্বাচনের দিন...