আজ শুভ প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধ সম্প্রদায়ের জন্য আজকের দিনটি অতীব গুরুত্বপূর্ণ। প্রতিটি পূর্ণিমা তিথিই কোনো না কোনো কারণে বৌদ্ধ জাতির কাছে শুভময়; তবে আজকের পূর্ণিমা তিথি বিশেষ তাৎপর্যপূর্ণ। ‘প্রবারণা’ শব্দের অর্থÑআশার তৃপ্তি, অভিলাষ পূরণ, ধ্যান বা শিক্ষার সমাপ্তি। অন্যদিকে এর আরেকটি অর্থ আত্মশুদ্ধি বা আত্মসমালোচনাও বটে। এ দিনে ভিক্ষুরা হৃদ্যতাপূর্ণ পরিবেশে চারিত্রিক শুদ্ধির জন্য একে অপরকে করজোড়ে বলেনÑ “বন্ধু, আমার যদি কোনো দোষত্রুটি দেখে থাকো বা কারো মুখে শুনে থাকো, এবং সে কারণে যদি আমার প্রতি তোমার সন্দেহ হয়ে থাকে, তবে তা আমাকে বলো, আমি তার প্রতিকার করব।” এই শুভ তিথিতেই ভগবান বুদ্ধ দেবলোক থেকে সাংকশ্য নগরে অবতরণ করেছিলেন। আজকের দিনে ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাব্রত সমাপ্ত হয়। তাই আশ্বিনী পূর্ণিমা বা প্রবারণা পূর্ণিমা বৌদ্ধদের পরম পবিত্র দিন। উল্লেখযোগ্য যে, এই দিন...