মেহেরপুরের গাংনীতে ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের নিয়োগ বাতিল করে মেধা ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গাংনী বাজার বাসস্ট্যান্ডে বৈষম্য মুক্ত চাকরি প্রত্যাশী পরিষদের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মোহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বৈষম মুক্ত চাকরি প্রত্যাশী পরিষদের সদস্য, আলামিন হোসেন, রোমান মল্লিক, আবু সায়েম, শিহাব হোসেন। তারা বলেন দীর্ঘদিন ধরে ব্যাংক লুটেরা এস আলম কর্তৃক ইসলামী বাংকসহ ব্যাংকিং সেক্টরে চট্টগ্রামের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগ দিতে হবে। বক্তারা আরও বলেন, এস আলম ইসলামী ব্যাংক দখলের পর শুধুমাত্র চট্টগ্রামের ৭ হাজারের অধিক জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে। এর মধ্যে অধিকাংশের ব্যাক্তিই শুধুমাত্র...