মাত্র ১২ ঘণ্টার ভয়াবহ বৃষ্টিতে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের বিভিন্ন এলাকা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। এই সময়ের মধ্যে ২০২ থেকে ৪৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভয়াবহ বৃষ্টিতে ফলে তিস্তা, জলঢাকা ও তোর্সা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার জেরে একাধিক স্থানে ভূমিধস নেমেছে। এই বিপর্যয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। খবরে বলা হয়েছে, দার্জিলিংয়ের মিরিক ও এর আশপাশের এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মিরিকজুড়ে ব্যাপক ধস নেমেছে, যেখানে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। এই বিপর্যয়ের কারণে দুধিয়া সেতু ভেঙে গেছে, ১০ নম্বর জাতীয় সড়কসহ দার্জিলিং ও কালিম্পংয়ের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গেছে। ফলস্বরূপ, শিলিগুড়ি...