নিহতরা হলেন—কালিকাপুর বেড়পাড়া গ্রামের আনসার আলী (৬০), লালপুর উপজেলার মুনছের প্রামাণিক (৭০) ও একই এলাকার নয়ন (২৮)। আহতদের মধ্যে রয়েছেন আনসার আলীর স্ত্রী রাশেদা বেগম (৫০), ছেলে রানা (৪০) ও আজগর আলীর ছেলে রাসেল (২৬)। স্থানীয় সূত্রে জানা যায়, বড়াইগ্রাম সমাজসেবা অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী আনসার আলী পরিবার নিয়ে গুনাইহাটি এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। দুপুরে অটোরিকশা দিয়ে ফেরছিলেন তারা। এ সময় গুনাইহাটিতে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের...