
প্রবারণা পূর্ণিমা উৎসবকে সামনে রেখে কক্সবাজারে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে “১০ টাকায় প্রবারণার বাজার” নামে একটি প্রোগ্রাম আয়োজন করা হয়। প্রোগ্রামের স্লোগান ছিল “সবাই মিলে উৎসব, সবাই মিলে বাংলাদেশ”। এতে ২৬ রকমের পণ্য থেকে একজন গ্রহিতা ১০ টাকায় এক হাজার টাকার অধিক বাজার করতে পারছেন। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় রামু রাংকূট বনাশ্রম বৌদ্ধবিহার মাঠে এই বাজার বাসানো হয়। দিনব্যাপী এ প্রোগ্রামে কক্সবাজার, রামু, চৌফলদন্ডি, নাইক্ষংছড়ির বিভিন্ন নিম্ন আয়ের এলাকা থেকে সহস্রাধিক শিশু, মহিলা ও বৃদ্ধ মানুষ অংশগ্রহণ করেন। তারা নামমাত্র মূল্যে নতুন কাপড় কিনেছেন ও পরিবারের জন্য বাজার করেছেন। এসব মানুষের আসা যাওয়ার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা ছিল। এছাড়াও সবার জন্য ছিল নানা প্রকার মিষ্টিমুখের ব্যবস্থা। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন রাংকূট বনাশ্রম বৌদ্ধবিহার কর্তৃপক্ষ। চাল,...