মানিকগঞ্জের গিয়র উপজেলার ঠাকুরকান্দি গ্রামে দীর্ঘ ১২ বছর ধরে কথিত কবিরাজ মাসুদ অঘোষিতভাবে জাদু-টোনা ও চিকিৎসা সেবার অভিযোগে গ্রামবাসীর মধ্যে কার্যক্রম চালিয়ে আসছেন—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। অভিযোগে বলা হচ্ছে, মাসুদের নির্দেশে গ্রামছাত্রদের মন্দির থেকে মূর্তির মাথা ভেঙে আনতে বলা হয়েছে; কবরস্থান থেকে মৃত ব্যক্তির হাড় তুলতে পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, কয়েকজন যুবকদুইবার এই কাজ করার পর মানসিক ভারসাম্য হারিয়েছে। আলামিন নামে একজন যুবক আগে কবরস্থানে হাড় ও মূর্তির মাথা আনতে গেলে মানসিক ভারসাম্য নষ্ট হয়; পরে বিষপান করে আত্মহত্যা করে। আরও এক যুবক ইমন মন্দির থেকে মূর্তির মাথা আনতে গিয়ে ভয়ে বাড়ি ফিরে মানসিক সমস্যায় পড়েছে এবং বর্তমানে পাগলপ্রায় আখতিয়ারেই রয়েছে—এমন অভিযোগ তুলেছে পারিবারিক ও গ্রামবাসী। গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে, মাসুদের নির্দেশেই এসব কাজে পাঠিয়ে তারা শারীরিক ও...