ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ইউপি সদস্য জামাল উদ্দিনকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৫ অক্টোবর) রাতে উপজেলার নলচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন বানিহালা ইউনিয়নের ৮ নম্বর নলচাপড়া ওয়ার্ডের সদস্য ছিলেন। তারাকান্দা থানা পুলিশ জানায়, রবিবার সন্ধ্যার পর জামাল উদ্দিন স্থানীয় মাদরাসায় পড়ুয়া মেয়েকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে আক্রমণ করে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের মেয়ে স্থানীয় নলচাপড়া মাদরাসায় লেখাপড়া করতেন। প্রতিদিনের মতো তিনি মেয়েকে খাবার দিয়ে ফেরার সময় এই হত্যাকাণ্ডের শিকার হন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। তারা হলেন— নলচাপড়া গ্রামের ইছমাহিলের ছেলে কছিম উদ্দিন (৫৫) এবং একই গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)। স্থানীয়রা জানান, জামাল উদ্দিন এলাকাবাসীর...