ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ায় ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইউরো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইউরোপকে “দুর্বল” আখ্যা দিয়ে বলেন, “ইউরোপ ফিলিস্তিনি সন্ত্রাসবাদের গুহায় ঢুকে পড়েছে।” গেল মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফ্রান্স, যুক্তরাজ্যসহ একাধিক ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর পর থেকেই ইসরায়েলের সঙ্গে ইউরোপের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নেতানিয়াহু অভিযোগ করেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির মধ্য দিয়ে ইউরোপ হামাসকে পুরস্কৃত করেছে। তিনি বলেন, “যারা ইহুদিদের হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের হাতেই ইউরোপ এখন একটি দেশ তুলে দিয়েছে। এই স্বীকৃতি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালানোর সুযোগ করে দেবে হামাসকে।” শান্তি আলোচনায় ইউরোপ এখন অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন নেতানিয়াহু। তার মতে, ইউরোপীয় দেশগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে “চরম দুর্বলতা” দেখিয়েছে। তিনি বলেন, “শক্তি ও দৃঢ়তার...