রবিবার (৫ অক্টোবর) কাঞ্চনের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এদিন বিকেলে রাজধানীর শিল্পী সমিতির কার্যালয়ে সভাপতি মিশা সওদাগরের উদ্যোগে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রবীন ও নবীন অভিনয়শিল্পীরা। সবাই একসঙ্গে প্রার্থনা করেন, যাতে প্রিয় সহকর্মী ইলিয়াস কাঞ্চন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। সভায় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন,“ইলিয়াস কাঞ্চন শুধু আমাদের চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র নন, তিনি একজন সচেতন নাগরিক, সমাজকর্মী এবং আমাদের প্রেরণা। তাঁর অসুস্থতার খবর শুনে আমরা গভীরভাবে ব্যথিত। তাঁর জন্য আজ আমরা সবাই একসঙ্গে দোয়া করছি—আল্লাহ যেন তাঁকে সম্পূর্ণ সুস্থতা দান করেন।” মিশা জানান, প্রায় ১০ দিন আগে অভিনেত্রী রোজিনার কাছ থেকে প্রথম ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর পান তিনি। তখন পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রকাশ না...