সমাজ পরিবর্তনের দ্রুত প্রবাহে শিক্ষা আজ বিশ্বায়নের এক অবিচ্ছেদ্য অঙ্গ। আধুনিক সভ্যতার অগ্রযাত্রায় নারী ও পুরুষ একসঙ্গে শিক্ষালাভ করছে, একসঙ্গে কাজ করছে, এবং একে অপরের সহযোগিতায় নতুন জ্ঞান ও প্রযুক্তি সৃষ্টি করছে। এই বাস্তবতার ভেতরেই ইসলামী দৃষ্টিকোণ থেকে একটি সূক্ষ্ম প্রশ্ন মাথা তোলে যৌথ শিক্ষা ব্যবস্থায় সহপাঠীদের দেখা-সাক্ষাৎ ও পারস্পরিক যোগাযোগের সীমারেখা কোথায়? ইসলাম জ্ঞানকে সবচেয়ে মহিমান্বিত বিষয় হিসেবে ঘোষণা করেছে। মহান আল্লাহ তায়ালা মানব জাতিকে প্রথম যে নির্দেশ দিয়েছেন, তা হলো ‘পড়ো, তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন’। (সূরা আলাক ১) এই আয়াতের মাধ্যমে ইসলাম শিক্ষা ও জ্ঞানের প্রতি যে উৎসাহ দিয়েছে, তার তুলনা মানব ইতিহাসে বিরল। কিন্তু ইসলাম কখনও জ্ঞানকে নৈতিকতা থেকে বিচ্ছিন্ন করেনি। বরং জ্ঞানের আলো তখনই আলোকিত হয়, যখন তা নৈতিকতার শুদ্ধ ভিতের ওপর প্রতিষ্ঠিত থাকে।...